সুন্নাহ প্রতিদিন
লেখক : ড. রাগিব সারজানী
প্রকাশনী : মাকতাবাতুল হাসান
বিষয় : দুআ ও যিকির
মূল্য: ৯০০ টাকা
পৃষ্ঠা : 609, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2022
আরবী ক্যালেন্ডারে বছর ৩৫৪ দিন হয়। এই ৩৫৪ দিনে আমরা যদি অন্তত একটি সুন্নাহ আমল করি, তাহলে ৩৫৪ দিনে ৩৫৪টি সুন্নাহ আদায় হয়ে যায়!
ড. রাগিব সারজানি এরকম ৩৫৪টি সুন্নাহ নিয়ে সাজিয়েছেন ‘সুন্নাহ প্রতিদিন’ বইটি। প্রতিদিন একটি করে আলোচনা পড়ে আমল করতে পারলে বছর শেষে একদিকে যেমন বিপুল পরিমাণ সুন্নাহর সঙ্গে পরিচয় ঘটবে, অপরদিকে এসব সুন্নাহর ওপর আমল করে বিপুল সওয়াবও অর্জন করা যাবে।
আল্লাহর পথে অগ্রসর হতে আমাদের সবচেয়ে বেশি সাহায্যকারী হলো নবীজি সা.-এর সুন্নাহ। আমাদের জীবনের সুখ-শান্তির চাবিকাঠি লুকিয়ে আছে মহান আল্লাহর প্রিয় রাসুলের সুন্নাহর মধ্যে। একজন মানুষ হিসেবে সফল হতে হলে সুন্নাহর অনুসরণ অপরিহার্য।
এ গ্রন্থটির বৈশিষ্ট্য
– বিশুদ্ধ সুন্নাহনির্ভর।
– হিজরি বর্ষ ৩৫৪ দিনের শিরোনামে ৩৫৪ টি আমলের ধারাবর্ণনা।
– জীবনঘনিষ্ঠ নানা মুহূর্তের আমলের সংকলন।
– গ্রন্থটি ছাত্র, শিক্ষক, মুবাল্লিগ, দাঈ, ইমাম, খতিবসহ সকলের সহায়ক।
ড. রাগিব সারজানি
Dr. Rageb Sarjani
জন্ম: ১৯৬৪ঈ. আল মুহাল্লা কুবরা, মিশর।
ড. রাগেব সারজানী মিশরের বিশিষ্ট ইসলামপ্রচারক, ইতিহাসবিদ ও একজন
আধুনিক আরবলেখক। পেশায় মূলত তিনি একজন ডাক্তার। তবে ডাক্তারি পেশার পাশাপাশি ইসলামী ইতিহাসের গভীর গবেষণা বর্তমান পৃথিবীতে তাকে একজন বিশিষ্ট ইসলামী ইতিহাসবিদ হিসেবে পরিচিত করেছে। ১৯৮৮ খ্রিস্টাব্দে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর পবিত্র কুরআনুল করীম হিফজ করেন।
ইসলামের প্রতি আস্থা ও ভালোবাসা, ইসলামের ইতিহাসের প্রতি দরদ ও শ্রদ্ধা-তার চোখের তারায় যে আগামীর স্বপ্ন আঁকে-সেই স্বপ্ন বিশ্বময় ছড়িয়ে দিতেই তার লেখালেখি। এই স্বপ্ন ছবি হয়ে উড়ে বেড়ায় তার রচনার ছত্ৰে ছত্ৰে |
শিক্ষা
তিনি ১৯৮৮ খ্রিস্টাব্দে কায়রো বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ থেকে ইউরোসার্জারি বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ১৯৯২ খ্রিস্টাব্দে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৮ খ্রিস্টাব্দে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ খ্রিস্টাব্দে পবিত্র কুরআনুল করীম হিফজ করেন।
কর্মক্ষেত্র
অধ্যাপক : মেডিসিন অনুষদ, কায়রো বিশ্ববিদ্যালয়,
সদস্য : ইন্টারন্যাশনাল মুসলিম উলামা পরিষদ,
সদস্য : মানবাধিকার শরীয়া বোর্ড, মিশর,
সদস্য : আমেরিকান ট্রাস্ট সোসাইটি ,
প্রধান : ইতিহাস বিভাগ, ইদারাতুল মারকাযিল হাজারা, মিশর
রচনাবলি :
ইতিহাস ও ইসলামী গবেষণা বিষয়ে এ পর্যন্ত তার ৫৬টি মূল্যবান গ্ৰন্থ প্রকাশিত হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য—
- কিসসাতুত তাতার (তাতারীদের ইতিহাস),
- কিসসাতু উন্দুলুস (স্পেনের ইতিহাস),
- কিসসাতু তিউনুস (তিউনেসিয়ার ইতিহাস)
- আর রহমা ফি হায়াতির রসূল মা’আন নাবনী খায়রা উন্মাতিন প্রভৃতি।