• ১. সূর্যোদয়ের সময়, যতক্ষণ না তার হলুদ রং ভালোভাবে চলে যায় এবং আলো ভালোভাবে ছড়িয়ে পড়ে। এর জন্য আনুমানিক ১৫ থেকে ২০ মিনিট সময় প্রয়োজন হয়।
  • ২. ঠিক দ্বিপ্রহরের সময়, যতক্ষণ না তা পশ্চিমাকাশে ঢলে পড়ে।
  • ৩. সূর্য হলুদ বর্ণ ধারণ করার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। তবে কেউ যদি ওই দিনের আসরের নামাজ সঠিক সময়ে পড়তে না পারে, তাহলে সূর্যাস্তের আগে হলেও তা পড়ে নিতে হবে। তবে এটি কাজা হিসেবে পড়বে না।
  • ৪. ফজরের নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত।
  • ৫. আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত।

আপনাকে সর্বাবস্থায় সালাত পড়তেই হবে, নারী হিসেবে কেবল নিষিদ্ধ অবস্থা বাদে। যে কোনো সালাতের সময়কে তিনটি ভাগ করা যায়: প্রথম, দ্বিতীয় ও শেষ সময়।

মনে করুন: জোহর শুরু হয়: দুপুর ১২টা বাজে আর শেষ হয় বিকাল ৩:৩০মিনিটে। মোট সময় হলো: ১২-৩.৫=৩.৩০।

এখন প্রথম সময় হলো: ১২-১.১০মিনিট। এটা উত্তম সময়। এই সময়ে সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

দ্বিতীয় সময় হলো: ১.১০-২.২০মিনিট। এখানে সালাত আদায় করলে একটু কম সাওয়াব হবে।

তৃতীয় সময় হলো: ২.২০-৩.৩০মিনিট। এটা শেষ সময়। এখানে সালাত আদায় করলে সবচেয়ে কম সাওয়াব হবে। কাজেই সব সময় উত্তম ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন। আর যখন কোনো কারণে দেরী হবে, তখন যখন সময় হবে তখনই সালাত পড়ে নিতে হবে।

এসব ক্ষেত্রে সময় আছে না-নেই দেখার প্রয়োজন নেই। কারণ, সালাত পড়তেই হবে। আর সময় শেষ হওয়ার কারণে সালাত নষ্ট করলে তো আরো পেছনে চলে যেতে হবে!

যেমন কোনো কারণে ফজর সালাত ওঠতে একটু দেরী হল। ওঠেই দেখলেন সূর্য ওঠতেছে। আপনি সাথে সালাত পড়ে নিন। সূর্য ওঠল না ডুবল সেটা এখন দেখার সময় নেই।

নামাজের নিষিদ্ধ কাজ সমূহ

রাসুল সা. সালাতের মধ্যে কতগুলো কার্যকে নিষিদ্ধ করেছেন। তা হলো:-

(১) দু’পা একত্রে মিলিয়ে দাঁড়ানো (নারীগন দাঁড়াতে পারে)

(২) এক পায়ে ভর দিয়ে দাঁড়ানো

(৩) নিতম্বের উপর বসে হাটুদ্বয় খাড়া করে দু হাত যমীনে রাখা

(৪) চাদর বা অন্য কাপড় এমনভাবে জড়িয়ে নেয়া যে, হাত তার ভিতরে থাকে এমনকি রুকু সিজদার সময়ও তা বের হয়না

(৫) সিজদার সময় বস্র উঠানো

(৬) জামার উপর লুঙ্গি বা পাজামা পরিধান (ইমাম আহমদের মতে)

(৭) কোমরে হাত রাখা

(৮) তকবীরের সাথে তিলাওয়াত বা তসবীহ মিলিয়ে পড়া

(৯) ইমামের আগে বা সাথে মিলিয়ে তকবীর বলা

(১০) প্রথম সালামের সাথে দ্বিতীয় সালাম মিলিয়ে বলা

(১১) প্রাকৃতিক প্রয়োজনের বেগ নিয়ে সালাত শুরু

(১২) খাদ্য-পানীয়ের উপায় থাকা সত্ত্বেও অধিক ক্ষুধা-তৃঞ্চা নিয়ে সালাত

(১৩) ক্ষুদ্ধ বা ক্রুদ্ধ দিল নিয়ে সালাতে দাড়ানো।

এক হাদীসে বর্ণিত হয়েছে যে, সালাতের মধ্যে সাতটি কাজ শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে

(১) নাক দিয়ে রক্ত আসা (অসুস্থতা ভিন্ন কথা)। বিনা কারণে এরূপ হলে আল্লাহর নিকট আশ্রয় চাইবে।

(২) নিদ্রা আসা

(৩) মনে কুমন্ত্রণার উদয়

(৪) হাই তোলা

(৫) শরীর ও মাথা চুলকানো

(৬) এদিক ওদিক দৃষ্টিপাত

(৭) কোন কিছু নিয়ে খেলা করা

সংগৃহীত

Views: 5,905