সূরা লাহাব সংক্ষিপ্ত তাফসীর
সূরা ফাতেহার পরে মক্কায় অবতীর্ণ। সূরা ১১১, আয়াত ৫, শব্দ ২৯, বর্ণ ৮১। بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)। (১) ধ্বংস হৌক আবু লাহাবের দু’হাত এবং ধ্বংস হৌক সে নিজে। تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ (২) তার কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা কিছু সে উপার্জন করেছে। مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ (৩) সত্বর সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে। سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ (৪) এবং তার স্ত্রীও; যে ইন্ধন বহনকারিণী। وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ (৫) তার গলদেশে খর্জুরপত্রের পাকানো রশি। فِي جِيدِهَا حَبْلٌ…
Read more