দুষ্টু জিনেরা অদৃশ্য থেকে মানুষের ক্ষতি করে আর খারাপ মনের মানুষেরা নিজেদের আড়াল করে আমাদের সাফল্যকে বিনষ্ট করতে চায়। ব্যবসা, চাকরি-বাকরি, বিয়েশাদি ইত্যাদি দৈনন্দিন জীবনযাপনের গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর যাদু-টোনার মাধ্যমে ক্ষতিসাধনের অপচেষ্টা করে তারা। এসব বিষয় থেকে নিরাপদ থাকতে রাসুল (সা.) আমাদের একটি সহজ আমল শিখিয়েছেন। আমরা যদি ইখলাসের সঙ্গে ও আন্তরিকভাবে আমলটি করতে পারি, আশা করি-আল্লাহতায়ালা আমাদের সব রকমের বালা-মসিবত এবং অনিষ্ট ও অপকারিতা থেকে নিরাপদ রাখবেন।

ওই আমলটি সম্পর্কে হজরত আব্দুল্লাহ বিন খুবাইব (রা.) বর্ণনা করেন, একদিন গভীর অন্ধকার রাতে বৃষ্টিপাতের মধ্যে আমরা রাসুল (সা.)-এর খোঁজে বের হলাম। খুঁজতে খুঁজতে তাঁকে পেলামও। তখন তিনি ইরশাদ করলেন (হে আব্দুল্লাহ!) তুমি পড়ো। আমি বললাম, কী পড়বো? রাসুল (সা.) বললেন,

প্রতিদিন সকাল-সন্ধ্যা সুরা ইখলাস, সুরা ফালাক্ব, সুরা নাস প্রতিটি তিনবার করে পড়ো। তাহলে সব বিষয়ের ক্ষেত্রে এটি তোমার জন্য যথেষ্ঠ হবে।

(মেশকাত, পৃষ্ঠা: ১৮৮)

সংগৃহীত

Views: 25